নতুন প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শুক্রবার মুক্তধারা অডিটোরিয়ামে এক ঋণদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়৷ গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত মেগা ঋণদান শিবিরের উদ্বোধন করে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ঋণ গ্রহীতাদের ঋণ নিয়ে স্বরোজগারী হবার আহ্বান জানান৷ তিনি বলেন, ঋণ নিয়ে শুধু স্বাবলম্বী হলেই চলবে না, সময়মতো ঋণের টাকা ব্যাঙ্কে ফেরত দিলে অন্যান্যরাও ঋণ গ্রহণের সুযোগ পাবেন৷ ঋণগুলিও লাভের মুখ দেখবে৷ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক গোটা দেশের মধ্যে তাদের কাজকর্মের সাফল্যের নিরিখে প্রথম স্থান দখল করেছে৷ এটা শুধু গ্রামীণ ব্যাঙ্কের কিংবা গ্রামীণ ব্যাঙ্কের কর্মীদের গর্ব নয় গোটা রাজ্য ও রাজ্যবাসীর গর্ব বলে উল্লেখ করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়৷ গ্রামীণ ব্যাঙ্কের মানুষের আত্মিক সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন কল্যাণী রায়৷ গ্রামীণ ব্যাঙ্ক মানুষের মনে দারুণ ছাপ রেখেছে৷ গ্রামীণ ব্যাঙ্ক আগামীদিনেও ত্রিপুরার মুখ উজ্জ্বল করবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷