বিজয় মাল্যর ১৬ লক্ষ ইউরো মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

অনলাইন ডেস্ক, ৫ ডিসেম্বর।। কিংফিসার এয়ারলাইন্স লিমিটেডের মালিক ও লিকার ব্যবয়াসী বিজয় মাল্যর ১৬ লক্ষ ইউরো মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে বলা বয়েছে, ফ্রান্সে বিজয় মাল্যের ১৪ কোটি টাকার সম্পত্তি আর্থিক তছরূপ প্রতিরোধ আইনি বাজেয়াপ্ত করা হয়েছে। ফরাসী কর্তৃপক্ষের মাধ্যেমে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একটি বিবৃতিতে ইডি জানিয়েছে, তাদের অনুরোধের ভিত্তিতে ফ্রান্সের ৩২ এভিনিউ, এফওসিএইচ-এ বিজয় মাল্যর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ফরাসি কর্তৃপক্ষ৷ বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ ইউরো অর্থাৎ প্রায় ১৪ কোটি টাকা। তদন্তে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ মাল্যর অ্যাকাউন্ট থেকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়। সিবিআইয়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে আর্থিক তছরূপের মামলা দায়ের করে ইডি৷ এই সংস্থা এখনও পর্যন্ত বিজয় মাল্যর ১১,২৩১.৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ২০১৯-এর জানুয়ারিতে পিএমএলএ আইনের আওতায় বিজয় মাল্যকে আদালত ফেরার অপরাধী ঘোষণা করেছিল। ২০১৬ থেকে তিনি ব্রিটেনে রয়েছেন। তাঁকে দেশে প্রত্যর্পণের প্রচেষ্টা চালাচ্ছে ভারত সরকার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?