স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ ডিসেম্বর।। ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের কাছে ৭ দফা দাবিতে শুক্রবার ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ওয়ার্কার্স ইউনিয়ন। সংগঠনের এক প্রতিনিধি দল ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করে সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রাজ্য সরকারের কর্মচারীদের মত ত্রিপুরা সড়ক পরিবহন নিয়মে কর্মরত কর্মচারীদের১৯৯৫ সাল থেকে পেনশন ব্যবস্থা চালু করতে হবে।
ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের অনিয়মিত সমস্ত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করতে হবে।ত্রিপুরা সড়ক পরিবহন নিয়োগ দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।ডেপুটেশন প্রদানকালে তারা আরও অভিযোগ করেছেন গত বামফ্রন্ট সরকারের আমলে ত্রিপুরা সড়ক পরিবহন নীরবে একাংশের দুর্নীতিগ্রস্ত কর্মচারী নিগমের সম্পত্তি নষ্ট করেছে। তারা নানা আর্থিক কেলেঙ্কারিতে জড়িত রয়েছে।এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত গ্রামে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন।ম্যানেজিং ডিরেক্টর এসব বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।