অনলাইন ডেস্ক, ৩ ডিসেম্বর।। ব্রিটেনের পর রাশিয়া! আগামী সপ্তাহ থেকে জনসাধারণকে করোনার টিকা দেওয়ার ছাড়পত্র দিল রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের নির্দেশে একেবারে নিখরচায় গণহারে এই টিকাদান কর্মসূচি শুরু হবে।ব্রিটেন ফাইজার ও বায়োএনটেকের মতো ভ্যাকসিনকে ছাড়পত্র দিতেই রাশিয়া স্পুটনিক ফাইভ নিয়ে দ্রুত পদক্ষেপ করে।বুধবার দেশের স্বাস্থকর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়া ইতিমধ্যেই ২০ লাখ স্পুটনিক ফাইভ ভ্যাকসিন তৈরি করে ফেলেছে বলেও জানিয়েছেন পুতিন।
উল্লেখ্য, ভারতীয় মূদ্রায় স্পুটনিক ফাইভ এর একটি ডোজের দাম পড়ছে ৭৪০ টাকা। করোনা নিয়ন্ত্রণে প্রতি জনকে স্পুটনিক ফাইভ এর দুটি ডোজ দিতে হবে বলে জানিয়েছে রাশিয়া সংবাদমাধ্যমের খবর, জানুয়ারি মাস থেকে আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে স্পুটনিক ফাইভ । ভারতে ইতিমধ্যেই ওই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। এদেশেও ভ্যাকসিনটি উত্পাদন করা হবে বলে জানিয়েছে রাশিয়া।
করোনাভাইরাসের বিরুদ্ধে প্রথম সফল টিকা হিসেবে স্পুটনিক ফাইভ এর নাম উঠে এসেছিল। রাশিয়ার দাবি, করোনা মোকাবিলায় স্পুটনিক ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকরী। প্রসঙ্গত, বিশ্বের প্রথম দেশ হিসেবে বুধবার সকালেই ফাইজারের টিকাকে অনুমোদন দেয় ব্রিটেন। আগামী সপ্তাহ থেকে অতিসংকটজনক রোগীদের অগ্রাধিকারের ভিত্তিতে এই টিকা প্রয়োগের নির্দেশ দিয়েছে ব্রিটেন প্রশাসন। তার কয়েক ঘণ্টার মধ্যেই এদিন সন্ধ্যায় রাশিয়া, করোনা ভ্যাকসিন নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করল রাশিয়াও।