স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ডিসেম্বর।। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামী ১৫ ডিসেম্বর থেকে রাজ্যভিত্তিক আন্তঃক্লাব ফুটবল (পুরুষ) প্রতিযোগিতা ২০২০ শুরু হচ্ছে৷ এর আগে ৫ ডিসেম্বর থেকে ব্লকস্তর ও মহকুমাস্তরের ফুটবল খেলাগুলি অনুষ্ঠিত হবে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব এই সংবাদ জানান৷ তিনি জানান, নিবন্ধিত ক্লাবগুলি এই আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে৷ ক্রীড়ামন্ত্রী শ্রীদেব সাংবাদিকদের জানান, ব্লক, মহকুমা ও রাজ্য এই তিনটি স্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ ব্লক ও মহকুমা স্তরের খেলাগুলি ১২ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে৷
রাজ্যভিত্তিক প্রতিযোগিতা ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে৷ ব্লকস্তরে খালি পায়ে এবং মহকুমা ও রাজ্যস্তরে বুট পরে খেলতে হবে৷ রাজ্যের ২৩টি মহকুমার চ্যাম্পিয়ন ক্লাব সরাসরি রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে৷ রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি মহকুমা চ্যাম্পিয়ন ক্লাবকে বুট, মোজা ও সিনগার্ড দেওয়া হবে৷ রাজ্যভিত্তিক প্রতিযোগিতা সদর মহকুমার উমাকান্ত মিনি স্টেডিয়াম, পশ্চিম নোয়াবাদী সুকল মাঠ এবং মধুবন কাঁঠালতলী দ্বাদশ শ্রেণী সুকল মাঠে অনুষ্ঠিত হবে৷ রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের এন এস আর সি সি-তে থাকার ব্যবস্থা করা হবে৷
ক্রীড়ামন্ত্রী জানান, রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ টিমকে যথাক্রমে ২৫ হাজার টাকা ও ১৫ হাজার টাকা প্রাইজমানি এবং ট্রফি দিয়ে পুরস্ক’ত করা হবে৷ আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করার জন্য ক্রীড়ামন্ত্রী শ্রীদেব সকলের সহযোগিতা কামনা করেছেন৷ সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের বিশেষ সচিব তথা অধিকর্তা শরদিন্দ চৌধুরী ও উপধিকর্তা পাইমং মগ উপস্থিত ছিলেন৷