বিলোনিয়ার চোত্তাখলায় অন্তঃসত্বা নাবালিকাকে খুন, জড়িত ৪ জন গ্রেফতার

নতুন প্রতিনিধি, বিলোনিয়া, ২৬ ডিসেম্বর ৷৷ বিলোনিয়ার চোত্তাখলা এলাকায় নিহত নাবালিকার বাড়িতে গেলেন বিজেপির দক্ষিণ জেলার প্রাক্তন সভাপতি বিভীষণ চন্দ্র দাস ও অন্যান্য নেতৃবৃন্দ৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার তৃষ্ণা অভয়ারণ্য থেকে মাটি চাপা দেওয়া নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমানসে ক্ষোভ বিরাজ করছে৷ গত মঙ্গলবার বিলোনিয়া মহকুমার তৃষ্ণা অভয়ারণ্যের গভীর জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা দেওয়া এক নাবালিকার মৃতদেহ দেখতে পায় এলাকার কিছু যুবক৷ তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পি আর বাড়ি থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ পরবর্তী সময় জানা যায়, এই নাবালিকাকে খুন করে মাটি চাপা দেওয়া হয়েছে৷  এই খুনের সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পিআর বাড়ি থানার পুলিশ৷ এদিকে খুনের ঘটনা সম্পর্কে খোঁজখবর নিতে এলাকায় যান বিজেপির দক্ষিণ জেলার প্রাক্তন সভাপতি বিভীষণ চন্দ্র দাস, বিজেপি’র দক্ষিণ জেলা কমিটির সদস্য ডাক্তার নিলয় রতন সুর ও মহিলা মোর্চার সদস্যরা৷ মৃত্যুর কারণ সম্পর্কে জানাতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে চোত্তাখলা ভৈরবনগর মুন্ডাপাড়ার জনৈকা মহিলা জানান, গত কিছুদিন আগে উদয়পুর জামজুরির মুন্ডাপাড়ার বাসিন্দা লিটন মুন্ডা ওর নাবালিকা ১৬ বছরের বোন প্রতিমা মুন্ডাকে ভৈরবনগরস্থিত লিটন মুন্ডার শ্বশুরবাড়িতে নিয়ে আসেন৷ জানা যায়, নাবালিকা মেয়েটি বিয়ের আগেই অন্তসত্ত্বা ছিল৷ সেইজন্য লিটন মুন্ডা জামজুরি থেকে ওর বোনকে ভৈরবনগর নিয়ে আসে৷ গ্রামের ওই মহিলা জানায় পরবর্তী সময় লিটন মুন্ডা ও তার স্ত্রী, শ্বশুর পরিমল মুন্ডা ও ভৈরবনগর এলাকার অনিল মুন্ডা সহ আরো কয়েকজন প্রতিমা মুন্ডাকে গভীর জঙ্গলে নিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে মাটি চাপা দিয়ে আসে৷ পরবর্তী সময় মঙ্গলবার এই বিষয়টি এলাকার লোকজন ও পুলিশের নজরে আসে৷  পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান বিজেপির দক্ষিণ জেলার প্রাক্তন সভাপতি বিভীষণ চন্দ্র দাস৷ তিনি ঘটনায় যুক্ত আসামীর কঠোরতম শাস্তির দাবি করেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?