নতুন প্রতিনিধি, কৈলাসহর, ২৬ ডিসেম্বর৷৷ কৈলাসহরে একের পর এক চুরির ঘটনা ঘটলেও আজ অবধি পুলিশ কোনও চুরির কিনারা করতে পারেনি৷ শহরের একের পর এক দোকানে চুরি হলেও কিংবা শহর এলাকার একের পর এক বাড়িতে চুরি হলেও কোনও চুরির কিনারা করতে পারেনি পুলিশ৷ উল্টো চুরি করতে আসা সেই চোরকে সাধারণ মানুষ হাতেনাতে ধরে পুলিশের হাতে দেওয়ার তিন ঘণ্টা পর পুলিশ গোপন সমঝোতার মাধ্যমে সেই চোরকে জামাই আদর করে থানা থেকে ছেড়ে দেয়৷ এমনই ঘটনা ঘটে কৈলাসহর থানায় পঁচিশ ডিসেম্বর খ্রিস্টমাসের রাতে৷ পঁচিশ ডিসেম্বর বুধবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ কৈলাসহরের মূল শহরের প্রাণকেন্দ্রের সেন্ট্রাল রোডে পিঙ্কু ঘোষের মিষ্টির দোকানের সামনে থেকে এএস১১জি-৪৮৪৩ নাম্বারের কালো পালসার বাইকটি দুটি ছেলে পালিয়ে নিয়ে যাবার চেষ্টা করে৷ এই দৃশ্য দেখে দোকান মালিক তথা বাইকের মালিক পিঙ্কু ঘোষ সহ মিষ্টির দোকানের অন্যান্য স্টাফরা দৌড়ে গিয়ে বাইককে নিজেদের হেপাজতে আনে এবং দুই যুবকের মধ্যে এক যুবককে ধরে ফেললেও অপর এক যুবক পালিয়ে যায়৷ সঙ্গে সঙ্গেই পিঙ্কু ঘোষ কৈলাসহর থানায় খবর দেওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে এসে ধৃত যুবককে থানায় নিয়ে যায়৷ ধৃত যুবকের নাম মাখন দেব৷ মাখন দেবের বাড়ি কৈলাসহরের দুর্গানগর এলাকায়৷ মাখন দেব পেশায় স্বাস্থ্য দপ্তরের কর্মী৷ এভাবে পিঙ্কু ঘোষ বলেন, এভাবে মূল শহর এলাকায় প্রকাশ্যে চুরির ঘটনা ঘটায় পুলিশের ব্যর্থতার আবারও প্রমাণ হলো বলে উনি দাবি করেন৷ রাত সাড়ে এগারোটা নাগাদ সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জানায় এই খবরের সত্যতা যাচাই করার জন্য যাবার পর পিঙ্কু ঘোষ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরকে ভালো করে চিনিয়ে দিয়ে বলে এই ছেলেটির নাম মাখন দেব এই বাইক চুরি করে পালিয়ে যাবার সময় মাখনকে ধরে পুলিশের হাতে দেওয়া হয়৷ পুলিশের সামনেও পিঙ্কু এই কথা বলে৷ কিন্তু এত কিছুর পরও পুলিশ রাত দুইটা নাগাদ মাখন দেবকে ছেড়ে দেয়৷ বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, কৈলাসহর মহকুমার এক অবৈধ দু’নম্বরী মদ ব্যবসায়ী এসে থানা থেকে মাখন দেবকে বাড়িতে নিয়ে যায়৷ সেই মদ ব্যবসায়ীর নিকট আত্মীয় হলো মাখন দেব৷ এই মদ ব্যবসায়ী নিয়মিতভাবে প্রতিমাসে কৈলাসহর থানায় প্রণামী দিয়ে আসছে৷ যার ফলে এই মদ ব্যবসায়ী কৈলাসহর থানার পরম আত্মীয়৷ গতকাল রাতেও মদ ব্যবসায়ী বড়সড় প্রণামী থানায় জমা দিয়ে মাখন দেবকে নিয়ে যায়৷ শুধু তাই নয়, এই মদ ব্যবসায়ী রাতে অনেক সংবাদ প্রতিনিধিদের বাড়িতে গিয়ে মোটা অর্থের প্রলোভন দিয়ে বলেন যে, এই নিউজটি না করার জন্য৷ তবে, কৈলাসহর থানার এই ভূমিকায় কৈলাসহর শহরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে৷ পিঙ্কু ঘোষের বাইক চুরি করতে এসে সাধারণ মানুষের হাতে ধরা পড়লেও পুলিশ কিভাবে পিঙ্কু ঘোষকে কিছুনা জানিয়ে মাখন দেবকে ছেড়ে দিল এটাই সবচেয়ে বড়