স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ ডিসেম্বর।। বুধবার সকালে রাজধানীর আগরতলা শহর দক্ষিণাঞ্চল মধ্য ডুকলীতে সিপিআইএম নেতার গাড়িতে দুষ্কৃতীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে,মহকুমা সম্পাদক নারায়ন দেবকে গাড়ি করে বাড়ি থেকে নিয়ে আসার জন্য গাড়িটি যখন যাচ্ছিল তখন দুস্কৃতিকারীরা গাড়িটি আটক করে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে আমতলী থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।সিপিআইএম নেতার গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দল।সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।তিনি অভিযোগ করেন কিছুদিন পরপরই ওই এলাকায় শাসকদলের দুর্বৃত্ত বাহিনী এ ধরনের হামলার ঘটনা সংঘটিত করে চলেছে। এ ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে তিনি দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে পুলিশকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। ঘটনার নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে সামিল হতে তিনি দলীয় কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য শুধু ডুকলীতেই নয়,রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের উপর হামলা এবং অফিস ভাঙচুর ,অগ্নিসংযোগের ঘটনা ঘটে চলেছে।বিরোধী দলের রাজনৈতিক তৎপরতা বন্ধ করার লক্ষ্যেই শাসক দলের দুর্বৃত্ত বাহিনী এ ধরনের ঘটনা সংঘটিত করে চলেছে।এভাবে দমন-পীড়ন নীতির আশ্রয় নিয়ে বিরোধী দলকে আন্দোলন থেকে বিরত রাখা যাবে না বলেও অভিমত ব্যক্ত করেছেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর।শাসক দলের এ ধরনের কার্যকলাপ এর মধ্য দিয়ে তাদের জনবিচ্ছিন্নতার চিত্র পরিস্ফুটিত হয়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন।বিগত 32 মাসে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার জনগণের কাছ থেকে কতখানি বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই ধরনের ঘটনা সংঘটিত করার মধ্য দিয়েই তারা তার প্রমাণ জনগণের সামনে তুলে ধরেছে বলেও তিনি মন্তব্য করেন।