স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২ ডিসেম্বর।। ধলাই জেলার গন্ডাছড়া মহাকুমার আশাবাদীর চাপ্লিন ছড়ায় সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পাচারকালে বিভিন্ন দ্রব্য সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে।সংবাদ সূত্রে জানা গেছে বিএসএফ জওয়ানরা যখন সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল তখন ওই সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিএসএফের টহলদারি বাহিনীর জওয়ানরা এগিয়ে আসলে পাচারকারীরা মালপত্র ফেলে পালিয়ে যায়। পাচারকারীরা পালিয়ে গেলে সেখান থেকে বিভিন্ন পণ্য সামগ্রী উদ্ধার করে বিএসএফ জওয়ানরা।
তবে পাচারকারীদের আটক করতে সক্ষম হয়নি তারা।বিএসএফ এর তরফ থেকে জানানো হয়েছে উদ্ধার করা সামগ্রীর বাজার মূল্য লক্ষাধিক টাকা।বিএসএফের তৎপরতার ফলে পাচারকারীদের পাচারের প্রয়াসে ব্যর্থ হয়েছে।এ ধরনের প্রয়াস অব্যাহত থাকবে বলেও বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে।উল্লেখ্য ওই সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন সামগ্রী বাংলাদেশে পাচার করা হচ্ছে।বিএসএফের চোখে ধুলো দিয়ে পাচারকারীরা সক্রিয় রয়েছে বলে জানা গেছে।