স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ ডিসেম্বর।।রাজধানী আগরতলা শহর সংলগ্ন প্রতাপগড় বাজারে ভুয়া ডাক্তারকে ধরতে গিয়ে আক্রান্ত হলেন ক্রাইম এন্ড করাপশন সোসাইটির সদস্যরা। সংবাদ সূত্রে জানা গেছে ভুয়া ডাক্তার চিকিৎসা চালিয়ে যাচ্ছিল।এই ভুয়া ডাক্তারের খপ্পরে পড়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ধরনের সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ক্রাইম এন্ড করাপশন সোসাইটির সদস্যরা ডাক্তারকে ধরতে যায়। তখনই তাদের ওপর আক্রমণ সংগঠিত হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার আউট পোষ্টের পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।প্রতাপগড় বাজার এ আক্রান্ত ক্রাইম এন্ড করাপশন সোসাইটির সদস্যদের উদ্ধার করে তারা হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।উল্লেখ্য ক্রাইম এন্ড করাপশন সোসাইটি নামে এই সংস্থাটি গত বেশ কিছুদিন ধরেই রাজধানী আগরতলা শহর শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরব রয়েছে। তাদের ওপর আক্রমণ সংগঠিত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমুলক ব্যবস্থা করতে প্রশাসনের কাছে দাবি উঠেছে।