স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১ ডিসেম্বর।। বিলোনীয়ায় জেলাভিত্তিক কলা উৎসব অনুষ্ঠিত শিক্ষা দপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে আজ বিলোনীয়া কলেজ স্কোয়ারের অগ্নিবীনা হলে জেলাভিত্তিক কলা উৎসব অনুষ্ঠিত হয়৷ উদ্বোধন করেন দক্ষিণ জেলার জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত৷ অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক, বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন তথা অনুষ্ঠানের সভাপতি শুক্লা দেব সরকার, জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি স্বপা মজমদার, জেলা শিক্ষা কার্যালয়ের ওএসডি সুুবীর মজমদার প্রমুখ৷ অনুষ্ঠানের উদ্বোধক জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত বলেন, প্রতিটি জাতি গোষ্ঠীর নিজস্ব সংস্ক’তি রয়েছে, যার মধ্যে কিছু লুপ্ত প্রায়৷ সেগুলিকে তুলে আনতে হবে৷
শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজন সাংস্ক’তিক চর্চা ও খেলাধূলা৷ অনুষ্ঠানে বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক বলেন, খেলাধূলা, সাংস্ক’তিক চর্চা হচ্ছে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ৷ আমাদের রাজ্যের ও দেশের গর্ব দীপা কর্মকার শুধু পড়াশুনা করেনি সাথে খেলাধূলাও করছে৷ অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি স্বপা মজমদার, বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন তথা অনুষ্ঠানের সভাপতি শুক্লাদেব সরকার প্রমুখ৷ স্বাগত ভাষণ দেন জেলা শিক্ষা দপ্তরের ওএসডি সুুবীর মজমদার৷ স্বাগত ভাষণে তিনি বলেন, জেলার বিভিন্ন বিদ্যালয়ে ১৮টি ইভেন্টে প্রতিযোগিতামূলক কলা উৎসব (ভার্চয়াল) অনুষ্ঠিত হয়৷ প্রতিটি ইভেন্টের প্রথম স্থান অধিকারী দল বা একক জেলাভিত্তিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে৷ জেলাভিত্তিক অনুষ্ঠানে প্রতিটি ইভেন্টের প্রথম স্থান অধিকারী রাজ্যভিত্তিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে৷