অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। শেষ পর্যন্ত রাজনাথ সিং ও কৃষক প্রতিনিধিদের মধ্যে বৈঠক কার্যত ব্যর্থ হল। কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, নতুন কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কৃষকরা মনে করছেন, পুঁজিবাদীদের হাত শক্ত করতেই নতুন ফন্দিফিকির আঁটছে বিজেপি সরকার। মঙ্গলবার বিজ্ঞান ভবনে কৃষকদের সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। কৃষক সংগঠনগুলির তরফে ৩৫ জনের এক প্রতিনিধি দল এই বৈঠকে উপস্থিত ছিল।
কিন্তু বৈঠক শেষে কৃষকরা তাঁদের দাবিতে অনড় থাকেন। তাঁরা রাজনাথকে স্পষ্ট জানিয়ে দেন, এই কৃষি আইন বাতিল করতে হবে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উদ্ভূত সমস্যা সমাধানের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দেন। ওই কমিটিতে কৃষক সংগঠনের প্রতিনিধি-সহ সরকার সব পক্ষকেই রাখতে চেয়েছিল। কিন্তু রাজনাথের ওই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেননি কৃষকরা। কৃষকদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, অবিলম্বে তিনটি নতুন কৃষি আইন বাতিল করতে হবে। এই আইন বাতিল করা না হলে গোটা দেশে কৃষক আন্দোলন আরও জোরদার হবে। কৃষকদের এদিনের হুমকির প্রেক্ষিতে কার্যত অসহায় দেখিয়েছে রাজনাথ ও নরেন্দ্র সিংকে।
কৃষকরা এই মুহূর্তে সমস্যা সমাধানের বিষয়টি ঠেলে দিয়েছেন সরকারের কোর্টে। অর্থাৎ সরকার যদি এই তিন আইন বাতিল করে তবেই কৃষকদের এই প্রতিবাদ বিক্ষোভ উঠবে। অন্যথায় তারা প্রতিবাদ চালিয়ে যাবেন। কৃষকরা মনে করছেন, নতুন কৃষি আইন তাঁদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। অন্যদিকে এই আইনে গোটা কৃষি ব্যবস্থাটাই চলে যাবে কর্পোরেট সংস্থার হাতে। এই সমস্ত কর্পোরেট সংস্থার সঙ্গে তাঁরা পেরে উঠবেন না। তাই এই নতুন কৃষি আইন অবিলম্বে বাতিল করতে হবে। আইন বাতিল হলে তবেই সরকারের সঙ্গে আলোচনা শুরু হবে।