নতুন প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।। ত্রিপুরায় উন্নত ধানের মিল নেই৷ তাই হতাশা প্রকাশ করে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, উন্নত ধানের মিল খোলার জন্য সরকার সব ধরনের সহায়তা দেবে৷ বৃহস্পতিবার ত্রিপুরা চাক্কি মিলস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে খাদ্যমন্ত্রী এই কথা উল্লেখ করে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে উন্নত ধানের মিল খুলতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷ ত্রিপুরায় এফসিআই সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে৷ কিন্তু, উন্নত ধানের মিল না থাকায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ খাদ্যমন্ত্রী বলেন, এক কুইন্টাল ধান ভাঙতে মিল মালিকদের এফসিআই ২০ টাকা দিচ্ছে৷ কিন্তু, ত্রিপুরায় এক কুইন্টাল ধান ভাঙার ধর রয়েছে ১৫০ টাকা৷ স্বাভাবিকভাবেই অতিরিক্ত অর্থ রাজ্য সরকারকে বহন করতে হচ্ছে৷ তিনি জানান, গত বছর এফসিআইয়ের ধান ক্রয়ের ফলে ত্রিপুরার ২৮ হাজার কৃষক উপকৃত হয়েছেন৷ এবছর উপকৃত কৃষকের সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন৷ খাদ্যমন্ত্রী বলেন, এক সময় ত্রিপুরায় এক কুইন্টাল ধান ১ হাজার টাকা ধরে বিক্রি করতেন কৃষকরা৷ এই বছর এক কুইন্টাল ধানে ১৮১৫ টাকা পাবেন কৃষকরা৷ স্বাভাবিকভাবেই, কৃষকরা ক্রমশ আর্থিকভাবে উপকৃত হচ্ছেন৷ খাদ্যমন্ত্রী বলেন, উন্নত ধানের মিল চালু করার ক্ষেত্রে প্রচুর অর্থ খরচ করতে হয়৷ সেক্ষেত্রে একজন ব্যক্তির পক্ষে উন্নত ধানের মিল খোলা সম্ভব নয়৷ কিন্তু, ৮-১০ জন মিলে অনায়াসেই উন্নত ধানের মিল খুলতে পারবেন৷ তাতে, প্রয়োজনীয় ঋণ ত্রিপুরা সরকার বন্দোবস্ত করে দেবে৷ তাছাড়া, খাদ্য ও শিল্প দপ্তর অন্যান্য সহায়তা করবে৷