অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। বিখ্যাত সমাজকর্মী বাবা আমতের নাতনি চিকিৎসক শীতল আমতে আত্মঘাতী হয়েছেন। সোমবার মহারাষ্ট্রের নাগপুরে চন্দ্রপুর জেলায় আনন্দবনে নিজের বাড়িতেই আত্মহত্যা করেন শীতল। বয়স হয়েছিল ৪২। শীতল ছিলেন একজন দক্ষ চিকিৎসক। বিশেষভাবে সক্ষম শিশুদের চিকিৎসায় তাঁর বিশেষ খ্যাতি ছিল। অন্যদিকে বিখ্যাত সেবা সংস্থা মহারোগী সেবা স্মৃতি ট্রাস্টের সিইও পদে ছিলেন তিনি। সপ্তাহ কয়েক আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন শীতল।
সেখানেই তিনি মহা রোগী সেবা স্মৃতি ট্রাস্টের কাজকর্ম নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন। অন্যদিকে ওই ট্রাস্টের পক্ষ থেকেও পাল্টা শীতলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়। যদিও সেগুলি সবই ভিত্তিহীন বলে দাবি করেন শীতল। সে ব্যাপারে তিনি মুখ খোলেন। কিন্তু ওই ভিডিয়োটি পোস্ট করার ঘন্টা দু’য়েকের মধ্যেই তিনি তা ডিলিট করে দেন। কি কারণে শীতল আত্মহত্যা করলেন তা নিয়ে ধন্দে রয়েছে পরিবার ও পুলিশ। উল্লেখ্য বাবা আমতের অনুপ্রেরণাতেই তৈরি হয়েছিল এই মহারোগী সেবা স্মৃতি ট্রাস্ট। এই ট্রাস্ট শারীরিকভাবে অক্ষম, দৃষ্টিহীন, যক্ষারোগী ও আদিবাসীদের উন্নয়নে একাধিক প্রকল্পে কাজ করে। ওই সমস্ত মানুষের চিকিৎসার ব্যবস্থা ও করে এই ট্রাস্ট।
সম্প্রতি ট্রাস্টের বিভিন্ন কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন শীতল। পাশাপাশি এই তরুণ চিকিৎসক চন্দ্রপুরের পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকে তাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন। তবে শীতল মহা রোগী সেবা স্মৃতি ট্রাস্টের বিরুদ্ধে অভিযোগ করলেও ২৪ নভেম্বর আমতে পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে শীতলের সব অভিযোগে নস্যাৎ করা হয়। পারিবারিক গণ্ডগোলের জেরে শীতল আত্মহত্যা করেছেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।