অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। তবে কী চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের আগেই রাজনীতির ময়দানে নামতে চলেছেন, দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত? সম্প্রতি তাঁর এক মন্তব্যে এমনই জল্পনা ছড়িয়েছে। সোমবার রাতে নিজের সংগঠন ‘রজনী মক্কল মন্দ্রম’য়ের পদাধিকারীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন রজনীকান্ত।
তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের বিষয়ে খুব তাড়াতাড়ি আপনারা সব জানতে পারবেন। গোটা সংগঠন আমার পাশে আছে। আমি যে সিদ্ধান্তই নিই না কেন, তাঁরা সেটাই সমর্থন করবেন’। তবে চিকিৎসকরা যে তাঁকে এখনই রাজনীতির ময়দানে নামতে নিষেধ করেছেন, তা স্বীকার করে নিয়েছেন রজনী।