নতুন প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।। ঊনিশ দশকের সর্বশেষ সূর্য গ্রহণ ছিল আজ। ত্রিপুরায় আংশিক সূর্য গ্রহণ দৃশ্যমান ছিল। আজ সকাল ৮টা ৩৫ মিনিট থেকে ১১টা ৩৯ মিনিট পর্যন্ত সূর্য গ্রহণ দেখা গিয়েছে। ত্রিপুরা ছাড়াও পশ্চিমবঙ্গ, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, কেরালা, দিল্লি, মুম্বাই সহ গোটা ভারতেই সূর্য গ্রহণ দেখা গিয়েছে। প্রত্যেক স্থানেই আংশিক সূর্য গ্রহণ দেখা গেছে। এবছর শেষ সূর্যগ্রহন হয়েছিল গত ২ জুলাই। ওই সূর্যগ্রহন ভারতে দৃশ্যমান ছিল না। সেক্ষেত্রে আজকের সূর্যগ্রহন ভারতে দৃশ্যমান প্রথম এবং অন্তিম সূর্যগ্রহণ ছিল। পরবর্তী সূর্যগ্রহণ হবে ২০২০ সালের ২২ জুন। তবে, ওই সূর্য গ্রহণ ত্রিপুরায় দৃশ্যমান হবে না। এদিকে, আজ ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এসোসিয়েশন ত্রিপুরা চ্যাপ্টার এবং ত্রিপুরা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পক্ষ থেকে সূর্য গ্রহণ দেখার আয়োজন করা হয়েছিল। ত্রিপুরার ২২টি স্থানে প্রায় ৩ হাজার ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা সূর্য গ্রহণের সরাসরি সাক্ষী হতে পেরেছেন। আজ চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থিত ছিল। তাই এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছে। চাঁদকে ঘিরে আলোর একটি রিংয়ের মতো কাঠামো গঠন হয়েছিল। সূর্য গ্রহণের অধিকাংশই রাতের অন্ধকারের মত মনে হয়েছে। অন্যান্য স্বাভাবিক সূর্য গ্রহণের তুলনায় তা কিছুটা ভিন্ন ছিল। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এসোসিয়েশন-র সদস্য অয়ন সাহা জানিয়েছেন, আজ ত্রিপুরায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তবুও, সূর্যগ্রহণ দেখা গিয়েছে। তিনি বলেন, ত্রিপুরায় সূর্যের মোট ক্ষেত্রফলের ৩৯ শতাংশ দৃশ্যমান ছিল। এই সূর্য গ্রহণ দেখার ব্যবস্থাও করা হয়েছিল।