ডার্বির হতাশা ভুলে আজ জয়ের সরণিতে ফিরতে চান ফাউলার

অনলাইন ডেস্ক, ৩০ নভেম্বর।। লোপেস আন্তোনিও হাবাসের কাছে প্রথম সাক্ষাতে হারের পরে দলের পারফরম্যান্স নিয়ে ময়নাতদন্তে বসেছিলেন রবি ফাউলার। লিভারপুলের প্রাক্তন তারকা তার থেকে এই উপসংহারে এসেছেন যে, তাঁর দলে গোল করার কোনও লোকই নেই। পুরো ম্যাচ ধরে প্রচুর পাসিং হলেও প্রতিপক্ষের গোলের সামনে গিয়ে আসল কাজ হাসিল করার মতো ফুটবলার তিনি এখনও খুঁজে পাননি। তাই কাল, মঙ্গলবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামার আগে এসসি ইস্টবেঙ্গল দলের কোচ খুব একটা স্বস্তিতে থাকতে পারছেন না।

সোমবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ফাউলার বলেছেন, “যদি এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের প্রেক্ষিতে দলের পারফরম্যান্স বিচার করতে হয়, তা হলে বলব আমার দল মোটেও ভাল খেলতে পারেনি। তবে তার জন্য কাউকে দোষারোপ করা অর্থহীন। মনে রাখতে হবে, আইএসএল মঞ্চে এই প্রথম ইস্টবেঙ্গল খেলতে এসেছে। আর সে ভাবে দেখলে, এটিকে মোহনবাগানের বিরুদ্ধে আমরাও কিন্তু গোলের সুযোগ তৈরি করতে পেরেছিলাম। সত্যি বলতে, হাবাসের দল গতবারের চ্যাম্পিয়ন ছিল। এই মঞ্চে খেলার অভিজ্ঞতা আমাদের দলের চেয়ে অনেক বেশি ছিল।”তা হলে এই পরিস্থিতিতে কী করে দলকে আবার ছন্দে ফিরিয়ে আনা যেতে পারে? ফাউলার বলেছেন, “জয় পেতে হলে প্রতিপক্ষকে রুখে দিয়ে পাল্টা আক্রমণে গোল তুলে নিতে হবে। আমি জানি, মুম্বই সিটি  এফসি ভাল দল।

ওদের খেলাও দেখেছি। বিশেষ করে, ওই দলে গোয়ার অনেক ফুটবলার রয়েছে যারা এই ধরনের পরিবেশে খেলতে অভ্যস্ত। সেটা আমাদের মাথায় রাখতে হবে। তবে আমরা এবার তৈরি থাকছি। আইএসএলে ভাল কিছু করতে হলে জয় পাওয়া খুবই জরুরি। সেটা এবার করে দেখাতে হবে।” ডার্বিতে যে দল খেলিয়েছিলেন, সেই একাদশে কি কিছু পরিবর্তন হতে পারে? ফাউলার বলেছেন, “সেটা এখনও ভেবে দেখিনি। তবে এটা বলতে পারি, আমার দলে সমস্ত ফুটবলারই ভাল মানের। কোনও দিন ভারতীয় ফুটবলাররা খুব ভাল খেলে, আবার কখনও দিনটা খারাপ যায়। এটা বিদেশিদের ক্ষেত্রেও সমান ভাবে প্রযোজ্য। তবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তিন পয়েন্ট নিশ্চিত করতে হবে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?