স্টাফ রিপোর্টার, বিশ্রামগঞ্জ/কাঞ্চনপুর, ৩০ নভেম্বর।। পৃথক পথ দূর্ঘটনায় আটজন আহত হয়েছেন। ফের যান দুর্ঘটনায় আহত ৬ জন।লালজুরির জয়শ্রী-কাঞ্চনপুর সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৬জন।এদের মধ্যে একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত সাঁজোয়া বেগম নামে মহিলাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে আগরতলা সাব্রুম জাতীয় সড়কের বিশ্রামগঞ্জ পথদুর্ঘটনায় দুই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে। আহতরা হলো সুকান্ত সাহা এবং মনতোষ শীল। জানা যায় কাকড়াবন থেকে বাইক নিয়ে আসছিল ওই দুই যুবক।
বিশ্রামগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মারুতি গাড়ি বাইককে ধাক্কা দেয়। মারুতি গাড়ির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয় ওই দুই যুবক। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে।বিশ্রামগঞ্জ থেকে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত দুই যুবককে উদ্ধার করে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানা পুলিশও।পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে বাইক এবং মারুতি গাড়ি দুটি দ্রুতবেগে চলছিল।সামনাসামনি এসে পৌঁছলে চালকরা নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি। তখন ওই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিদিন পথদুর্ঘটনায় প্রাণহানি এবং গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে চলেছে। পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে। পথ দুর্ঘটনা রোধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে।প্রশাসন পথ দুর্ঘটনা রোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও বিভিন্ন মহলের অভিমত।