অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর।। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কুলি নম্বর ১’ –এর ট্রেলার। আর তার পরেই যথেষ্ট সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। ট্রেলারে দেখা গিয়েছে, জলের নীচে লিপ-লক রয়েছে সারা আলি খান ও বরুণ ধাওয়ানের। আর সেই দৃশ্যের ছবিই রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দৃশ্যে দলের নীচে বরুণ পরেছেন শর্টস, সারাকে দেখা গিয়েছে বিকিনিতে। ‘কুলি নম্বর ১’ ছবিতেই প্রথম একসঙ্গে জুটি বাঁধলেন সারা আলি খান ও বরুণ ধাওয়ান।
এই চুমুর দৃশ্য দেখে নেটপাড়ার বাসিন্দাদের অনেকেরই মত, স্ক্রিনে ঝড় তুলবে বরুণ-সারার জুটি। তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রি যে ট্রেলার মুক্তি পেতেই জাদু করা শুরু করেছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। ১৯৯৫ সালে গোবিন্দা ও করিশমা কাপুর অভিনীত ‘কুলি নম্বর ১’ ছবিরই রিমেক হতে চলেছে এটি। সেই সময় ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ৩৬ কোটি টাকা। আর বক্স অফিস থেকে আয় হয়েছিল ১৩০ কোটি টাকা। নিজের সেই হিট ফ্র্যাঞ্চাইজিকেই ২০২০ সালের পর্দায় ফের ফিরিয়ে এনেছেন পরিচালক ডেভিড ধাওয়ান। এবার তাঁর হাতিয়ার ছেলে বরুণ ধাওয়ান।