স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ নভেম্বর।। আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার কাজ চলছে। স্মার্ট সিটি প্রকল্পে রাজধানীর মঠ চৌমুহনী থেকে এমবিবি কলেজ পর্যন্ত সড়ক প্রসস্তি করনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সেই মোতাবেক রাস্তার পাশে সরকারি জায়গায় যে সকল অবৈধ দোকান ছিল সেইগুলিকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আগেই আগরতলা পুরনিগম থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু একাংশ দোকানদার তাদের দোকান সরিয়ে নিলেও কিছু কিছু দোকানদার তাদের দোকান সরিয়ে নেয়নি। তাই এক প্রকার বাধ্য হয়ে বুধবার মঠ চৌমুহনী থেকে এমবিবি কলেজ পর্যন্ত রাস্তার দুই পাশে অভিযান চালাল প্রশাসন।
পশ্চিম জেলার জেলা শাসক তথা স্মার্ট সিটি লিমিটেডের মুখ্য কার্যনির্বাহী সদস্য শৈলেশ কুমার যাদবের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। রাস্তার দুই পাশে সরকারি জায়গায় যে সকল অবৈধ নির্মাণ ও দোকান ছিল সেই গুলিকে এইদিন ভেঙ্গে ফেলা হয়। পশ্চিম জেলার জেলা শাসক জানান স্মার্ট সিটি প্রকল্পে মঠ চৌমুহনী থেকে এমবিবি কলেজ পর্যন্ত সড়ক প্রসস্তি করনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সেই মোতাবেক মঠ চৌমুহনী থেকে এমবিবি কলেজ পর্যন্ত রাস্তার পাশে সরকারি জায়গায় থাকা ৫৫ টি দোকানকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু কিছু কিছু দোকানদার তাদের দোকান সরিয়ে নেয় নি। এমনকি স্মার্ট সিটি প্রল্পের কাজে তারা বাধা দিয়েছে। তাই সেই সকল দোকানকে এইদিন উচ্ছেদ করা হয়েছে।