ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবের প্রান্তিক উৎসবের উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী

নতুন প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর ৷৷ প্রতি বছরের ন্যায় এই বছরও রাজধানী আগরতলার ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় প্রান্তিক উৎসবের। বুধবার অনুষ্ঠিত হয় এই প্রান্তিক উৎসব। প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে এইদিন প্রান্তিক উৎসবের উদ্ধোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যে বর্তমানে ৫ থেকে ৬ হাজার শিক্ষক প্রয়োজন। এই শিক্ষকতার চাকুরির যৌগ্যতা অর্জনের জন্য ১ লক্ষ ১৬ হাজার বেকার যুবক যুবতী আবেদন করেছিল। তার মধ্যে মাত্র ১১০০ জন পরীক্ষায় পাস করেছে। বাকিরা লিখিত পরীক্ষায় পাস করেনি। কারন তাদের মধ্যে গুণগত শিক্ষার ঘাটতি ছিল। বুধবার প্রান্তিক ক্লাব আয়োজিত প্রান্তিক উৎসবের সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরও বলেন বর্তমান সরকার গুণগত শিক্ষার জন্য কোন ধরনের আপোষ করবে না। কারন সঠিক শিক্ষক না আসলে সঠিক ছাত্র বের হবে না। মুখ্যমন্ত্রী এইদিন চ্যালেঞ্জ করে বলেন ১ লক্ষ ১৬ হাজারের মধ্যে শিক্ষকতার চাকুরির যৌগ্যতা অর্জনের পরীক্ষায় মাত্র ১১০০ জন পাস করেছে, তা থেকে প্রমানিত গুণগত শিক্ষার ঘাটতি রয়েছে। ২০ মাসে ত্রিপুরার অনেক পরিবর্তন হয়েছে। রাজ্যে সাড়ে সাত লক্ষ্য বেরোজগারের নাম নথিভুক্ত ছিল এক সময়। বর্তমানে ন্যাশেন্যাল ক্যারিয়ার সার্ভিসে ত্রিপুরার বেরোজগার হিসাবে নাম নথিভুক্ত রয়েছে প্রায় ১ লক্ষ ৭০ হাজারের। ২০ মাসে মনরেগা প্রকল্পে ত্রিপুরা ১৩ টি পুরুস্কার পেয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বিরোধীদের কটাক্ষ করে প্রশ্ন করেন গ্রামে কাজ ও খাদ্য না থাকলে মনরেগা প্রকল্পে পুরুস্কার কি আপনা আপনি আসছে?এখনো আগরতলা শহরের বিভিন্ন জায়গায় নেশাসামগ্রী বিক্রয় হয়। নেশা সামগ্রী বিক্রয় এখনো সম্পূর্ণ বন্ধ হয়নি। কারন দীর্ঘকাল ধরে এই নেশার কারবার চলে আসছিল। বলার কেউই ছিল না। যে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করবে সেই নেতা। যে গাজার ব্যবসা করতো তার কথায় থানা চলতে হতো। ফেন্সিডিল বিক্রেতাদের কথায় রাজনৈতিক ব্যক্তিত্বরা চলতো। দুর্ভাগ্যের বিষয় সম্প্রতি ধর্মনগরে ৪০ লক্ষ তাকাআর ইয়াবা ট্যাবলেট সহ এক শিক্ষক পুলিশের হাতে ধরা পড়েছে। মুখ্যমন্ত্রী এইদিন প্রশ্ন তোলেন ত্রিপুরাকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক নেশা মুক্ত ত্রিপুরা করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার জন্য ওনার দ্বারস্থ হয়েছিলেন। ভবিষ্যৎ প্রজন্ম যদি নেশার প্রতি আসক্ত হয়ে যায় তাহলে উন্নয়ন কোন কাজে আসবে না বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চাকুরি হয়নি তেমন নয়। এখনো পর্যন্ত রেগুলার পোস্টে ১ হাজার ৯০৩ জনের চাকুরি হয়েছে। মেধার ভিত্তিতে এই চাকুরি হয়েছে। ২০ মাসে ত্রিপুরায় এটাই পরিবর্তন হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী আরও বলেন আগে কে চাকুরি পাবে লিস্ট হয়ে যেত। এখন আর কেউ আগের মত চাকুরি প্রাপকদের নামের তালিকা ঠিক করতে পারে না। আগে ট্রমা সেন্টার চালু করা হয়েছিল। কিন্তু ট্রমা সেন্টারের জন্য নিউরোসার্জেন ছিল না। বর্তমানে নিউরোসার্জন আনা হয়েছে বিশেষ আর্থিক প্যাকেজের মাধ্যমে। এতে এখনো পর্যন্ত ১৫৯ টি অপারেশন হয়েছে। তার মধ্যে ১৫০ টি ব্রেইন টিউমারের অপারেশন।রাজ্যের কোন মানুষ বহিঃরাজ্যে গিয়ে এই অপারেশন করতে ১২ থেকে ১৩ লক্ষ্য টাকা খরচ হতো। কিন্তু সেই অপারেশন বর্তমানে রাজ্যের মধ্যে মাত্র ৬ থেকে ১২ হাজার টাকার মধ্যে হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।আগামি দুই বছরের মধ্যে আগরতলা শহরের ব্যাপক পরিবর্তন হয়ে যাবে। আগরতলা শহরকে চেনা যাবেনা। কোন ব্যক্তি যদি ৩ থেকে ৪ বছর পর রাজ্যে আসে সে আগরতলা শহরকে চিনতে পারবে না। শহরের যেমন উন্নয়ন হবে তেমনি গ্রামেরও উন্নয়ন করা হবে। প্রত্যেক মানুষের কাছে রোজগার পৌঁছে দেওয়ার জন্য সরকার ব্যবস্থা করছে বলেও জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। প্রান্তিক উৎসব উপলক্ষ্যে এইদিন আয়োজন করা হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও স্বাস্থ্য শিবিরের। শিবিরে এইদিন এলাকার সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?