তিন হেক্টর জায়গায় গাঁজার বাগিচা ধ্বংস করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার, অমরপুর, ২২ নভেম্বর।। সরকারি নির্দেশ অমান্য করে রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক হারে গাঁজার চাষ হচ্ছে।এবছর লক ডাউনের সুযোগকে কাজে লাগিয়ে একাংশের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে গাঁজা চাষ করেছে।

অবৈধভাবে গড়ে ওঠা এসব গাজা বাগান ধ্বংস করতে পুলিশ বনদপ্তর এবং আবগারি দপ্তর কোমর বেঁধে ময়দানে নেমেছে। রবিবার অমরপুরের চান্দুক ছড়া এলাকায় ৩০০০ জায়গায় গাজার যারা ধ্বংস করে দিয়েছে পুলিশ অফিসার বাহিনী। অমরপুরের মহকুমা পুলিশ আধিকারিক এবং বীরগঞ্জ থানার ওসি সহ অন্যান্য আধিকারিকরা টিএসআর বাহিনীকে সঙ্গে নিয়ে চান্দুক এলাকায় গাঁজা চাষ বিরোধী অভিযান চালায়।

অভিযান চালাতে গিয়ে তারা তিন হেক্টর জায়গায় গাঁজার চাষ ধ্বংস করে দেন। অমরপুরের মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন ওই এলাকায় আরও গাঁজার বাগান রয়েছে। পর্যায়ক্রমে ওইসব গাজা বাগান ধ্বংস করতে পুলিশ বদ্ধপরিকর।সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বেআইনিভাবে গাঁজা চাষ করতে দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন।

পুলিশ, টিএসআর এবং অন্যান্য বাহিনী এ ধরনের কাজে বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই অমরপুর এলাকায় পাঁচটি গাজা বাগান ধ্বংস করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। উল্লেখ্য রাজ্যের মাটিতে উৎপাদিত গাজা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশসহ বিভিন্ন রাজ্যে পাচার হচ্ছে।

ত্রিপুরার মাটি গাঁজা চাষের জন্য যথেষ্ট উপযোগী। অন্যান্য চাষাবাদের তুলনায় গাঁজা চাষ অত্যন্ত লাভজনক বলে জানা গেছে।সে কারণেই অধিক মুনাফার লোভে একাংশের চাষী জীবনের ঝুঁকি নিয়ে গাঁজা চাষ করে চলেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?