স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ নভেম্বর।। শনিবার পানিসাগরের ঘটনায় গুরুতর ভাবে আহত হয় দমকল বাহিনীর কর্মী বিশ্বজিৎ দেববর্মা। ঘটনার পর তাকে নিয়ে যাওয়া হয় ধর্মনগর হাসপাতালে।
সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শনিবার রাতে জিবি হাসপাতালে তার মৃত্যু হয়। জানা যায় মৃত বিশ্বজিৎ দেববর্মা দামছড়া ফারার স্টেশনে কর্মরত ছিল।
শনিবার সে ছুটি নিয়ে দামছড়া ফারার স্টেশন থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। এইদিকে রবিবার মৃত বিশ্বজিৎ দেববর্মার মৃতদেহ রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুহনীস্থিত দমকল বাহিনীর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
সেখানে বাহিনীর আধিকারিক সহ সকল কর্মীরা মৃত বিশ্বজিৎ দেববর্মাকে শেষ শ্রদ্ধা জানায়। উপস্থিত ছিলেন ডিভিসনাল ফায়ার অফিসার ইনচার্জ তপন কুমার রায়। তিনি জানান অগ্নিনির্বাপণ দপ্তরের সদর দপ্তরে শেষ শ্রদ্ধা জানানোর পর মৃত বিশ্বজিৎ দেববর্মার মৃতদেহ তার নিজ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।