স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ নভেম্বর।। ২০১৮ সালে মিথ্যা প্রতিশ্রুতি দ্বারা অর্থবল দিয়ে একটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্যে বর্তমানে গণতান্ত্রিক আন্দোলনে যারা করছে তাদের উপর আক্রমন নামিয়ে আনছে সেই শাসক দুষ্কৃতীরা। বিরোধী দলের কর্মীরা এখনো গৃহহীন হয়ে থাকতে হচ্ছে। রাজ্যে কোন মহকুমায় বিরোধীদের সম্মেলন করার স্থান পাচ্ছে না। আগরতলা টাউন হল পৌর নিগম এলাকা হওয়াতে বিভিন্ন কর্মসূচী করার স্থান পাচ্ছে।
রবিবার ভানু স্মৃতি ভবনে ত্রিপুরার তপশীল জাতি সমন্বয় সমিতির সদর মহকুমা ৯ ম সম্মেলনে এমনটাই অভিযোগ তোলেন ত্রিপুরা তপশীল জাতি সমন্বয় সমিতি রাজ্য সভাপতি রতন ভৌমিক। এই কঠিন পরিস্থিতিতে দেশ এবং বিশ্ববাসীর চলছে এই সমাজ ব্যবস্থা আস্তিক সামাজিক স্বাধীনতা নেই মানুষের। গোটা পৃথিবীতে তাদের শক্তি বেড়েছে। করুণা পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গরিব মানুষ।
ধনীদের সম্পদ বেড়েছে। ভারতের ১৪ শতাংশ সম্পদ ধনীদের বৃদ্ধি পেয়েছে। এতে সরকার পুঁজিপতিদের স্বার্থ আদায় হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস সহ অন্যান্য নেতৃত্ব।