আগরতলা, ২৪ এপ্রিল : বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। পরিদর্শনে গিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করেন তিনি। কথা বলেন চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সাথে। স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের সাথেও কথা বলেন মুখ্যমন্ত্রী। তাদের কি ধরনের শারীরিক সমস্যা রয়েছে এবং হাসপাতালে পরিষেবা পাচ্ছেন কিনা সে বিষয়ে বিস্তারিত জানেন তিনি।
গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিরক্ত হয়ে মুখ্যমন্ত্রী সাথে সাথেই স্বাস্থ্য দপ্তরের সচিবের সাথে বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেন। সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথাও বলেন মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী জানান, গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিছুটা খামতি প্রত্যক্ষ করতে পেরেছেন তিনি। এই ধরনের ঘাটতি পূরণে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরও জানান, বুধবারই স্বাস্থ্য দপ্তরের সচিব, অধিকর্তা সহ বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে রাজ্যের হাসপাতালগুলির অবস্থা নিয়ে আলোচনা করেন। হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নে ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অব্যবস্থা চলছিল। বিষয়গুলি নিয়ে দূর দূরান্ত থেকে আসা রোগীর পরিবার পরিজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট অভিযোগ জানাতেন। কিন্তু তারপরও কোন এক অজ্ঞাত কারণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছিল না। এদিন মুখ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে অবগত হন। এবার হাসপাতালের অব্যবস্থা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিভিন্ন মহলের অভিমত।