তেলিয়ামুড়া, ১৮ এপ্রিল : মোবাইলের পরিষেবা ঠিকঠাক মিলছে না। ইঞ্জিনিয়ারকে কাছে পেয়ে আটকে রাখলেন গ্রাহকরা। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়ার রাঙ্খল পাড়ায়।
খোায়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত রাঙ্খল পাড়ার কৃষ্ণ হাউ এলাকাতে প্রায় তিন বছর আগে গ্রাহকদের সুবিধার্থে বিএসএনএলের টাওয়ার বসানো হয়েছিল। এটা হচ্ছে এমন একটা এলাকা যেই এলাকার মধ্যে মানুষ রীতিমতো নেটওয়ার্কের সমস্যায় ভুগতে থাকেন। সংশ্লিষ্ট টাওয়ার বসানোর পরে সবাই আশায় বুক বেঁধেছিলেন হয়তোবা নেটওয়ার্কের সমস্যা সমাধান হবে এবং মানুষ মোবাইল পরিষেবা পাবেন। কিন্তু এই টাওয়ার বসানোর পরও সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে।
এদিকে টাওয়ারের সমস্যা কোন জায়গায় রয়েছে এই বিষয়টা দেখার জন্য শুক্রবার যখন বিএসএনএলের এক ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে যায়, তখন ক্ষুব্ধ এলাকাবাসীরা ওই ইঞ্জিনিয়ারকে আটক করে রাখে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার দাবি করেছেন প্রযুক্তিগত বিভিন্ন সমস্যার কারণে টাওয়ার চালু করা যাচ্ছে না।