আমবাসা, ১৬ এপ্রিল : রেগার কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু দুই শ্রমিকের। গুরুতর আহত আরও দুইজন। পুকুর খনন করতে গিয়ে মাটি কাটার সময় গাছ পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বুধবার ধলাই জেলার আমবাসা মহকুমার নাইলাহাবাড়িতে।
আমবাসার নাইলাহাবাড়ি এলাকার রেগার শ্রমিকরা পুকুর খননের কাজ করতে যান। যখন শ্রমিকরা পুকুর খননের কাজ করছিলেন তখন হঠাৎ সেই জায়গায় একটি বিরাট গাছ ভেঙ্গে পড়ে। যার ফলে ওই গাছের নিচে চারজন কর্মী ফেঁসে যান।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ সহ আমবাসা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। বহু চেষ্টার পর চারজনকে উদ্ধার করা হয়। তারমধ্যে জুই মলসম ও রবার্ট মলসম ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় ধলাই জেলা হাসপাতালে। আর বাকি দুজনেরও চিকিৎসা চলছে ধলাই জেলা হাসপাতালেই। তাঁদের অবস্থাও গুরুতর।