আগরতলা, ১৩ এপ্রিল : নিজের দেহকে সুস্থ রাখার পাশাপাশি সমাজকে নেশা মুক্ত এবং সুস্থ ও সুন্দর রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বডি বিল্ডিং এবং ফিজিক চ্যাম্পিয়নশিপ এর উদ্বোধন করে এই আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বডি বিল্ডিং এবং ফিজিক চ্যাম্পিয়নশিপের আসর অনুষ্ঠিত হল। ত্রিপুরা ফিটনেস এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপের আসরের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন, পর্যটন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা, প্রাক্তন বিজেপি বিধায়ক ডঃ দিলীপ দাস, আয়োজক কমিটির পক্ষে আলাপন চক্রবর্তী, ডাঃ বিশাল সিনহা সহ অন্যান্যরা।
বডি বিল্ডিং ও ফিজিক চ্যাম্পিয়নশিপের আসরের উদ্বোধন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বর্তমানে এই জিম কনসেপ্ট বহুল প্রচলিত। এই ধারণা আগেও ছিল। কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়ার সাথে এর ব্যবহারযোগ্য যন্ত্রপাতির বিরাট পরিবর্তন হয়েছে। যুব সমাজের মধ্যে নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার অভ্যাস ও আগ্রহ ক্রমশ বাড়ছে।
মন্ত্রী বলেন, দেহ সুস্থ না থাকলে আমাদের মস্তিষ্ক কাজ করবে না। আমাদের মানসিকতা এবং চিন্তাধারা সুন্দর হবে না। আর এর প্রভাব কাজের মধ্যে প্রতিফলিত হবে। পেশার ক্ষতি হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন, কেবলমাত্র নিজেকে এবং নিজের দেহকে সুন্দর রাখলেই চলবে না। সমাজকেও সুন্দর রাখতে হবে। নেশার থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে সমাজে ড্রাগস বিরোধী বার্তা দিতে হবে। তিনি আরো জানান, সরকার নেশার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, তা একা পুলিশের পক্ষে সম্ভব নয়, যৌথভাবে একে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে যুদ্ধ ঘোষণা করে নেশা মুক্ত সমাজ গঠনের কাজকে তরান্বিত করতে হবে।
এদিন ত্রিপুরা ফিটনেস অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত বডি বিল্ডিং ও ফিজিক চ্যাম্পিয়নশিপে মোট ছয়টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজ্য এবং বহিঃরাজ্য থেকে অনেক প্রতিযোগী ও প্রতিযোগিনী রাজ্যে প্রথমবারের মতো আয়োজিত এই চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করেন।