উদয়পুর, ১২ এপ্রিল : শনিবার সাতসকালে গোমতী জেলার উদয়পুর মহকুমার হোলাক্ষেত স্কুল পাড়া এলাকায় একটি জমিতে শিবানী দাস নামে ৪৭ বছর বয়সী মহিলার মৃতদেহ দেখতে পান এলাকার লোকজন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, মহকুমা পুলিশ আধিকারিক, রাধা কিশোর পুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।
ঘটনাস্থলে পুলিশের ডগ স্কোয়াড, ফরেনসিক টিম আসে। গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, শনিবার ভোরবেলা পুলিশের কাছে খবর আসে হোলাক্ষেত স্কুল পাড়া এলাকয় জমিতে এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ পরবর্তী সময়ে ঘটনাস্থলে এসে মহিলাকে শনাক্ত করেছে। নাম শিবানী দাস। দুই ছেলে এক মেয়ে রয়েছে। স্বামী অন্য জায়গায় থাকে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। মহিলার মুখে শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। পরিবারের তরফ থেকে যদি লিখিত অভিযোগ না করা হয় তবে পুলিশের তরফ থেকে মামলা নিয়ে তদন্ত করা হবে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কেন এরকম হয়েছে। আশা করা হচ্ছে পুলিশি তদন্তে সমস্ত রহস্যই বেরিয়ে আসবে। মহিলার এক আত্মীয় জানিয়েছেন, স্বামীর সঙ্গে কিছুদিন আগে কোন একটি বিষয় নিয়ে মহিলার ঝামেলা হয়েছে। দুই ছেলে বাড়িতে থাকে না। মেয়েরও বিয়ে দেওয়া হয়েছে। তবে, মহিলাকে যে খুন করা হয়েছে সেটা নিশ্চিত। তবে কে বা কারা কেন করেছে সেটা তদন্ত সাপেক্ষে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে।