ভিআইপি’র গাড়ির ধাক্কায় গুরুতর আহত তিন, ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

উদয়পুর, ১২ এপ্রিল : প্রতিবছর ঘটা করে লক্ষ লক্ষ টাকা খরচে ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে। আর কাজের কাজ কিছু হচ্ছে না। দুর্ঘটনা প্রতিদিন এ রাজ্যে ঘটে চলছে। এর থেকে বাদ যায়নি মন্দির নগরী উদয়পুরে। শনিবার দুপুরের পর আগরতলা থেকে উদয়পুরে দিকে পুলিশি এসকর্ট সহ পুলিশের এক শীর্ষ অফিসার যাওয়ার পথে উদয়পুর রাজারবাগ এলাকায় টিআর০৩এল ৫৪৩৩ নম্বরে একটি বাইককে ধাক্কা দেয়। বাইকে থাকা তিনজন রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।

এলাকার লোকজন এই ঘটনা দেখতে পেয়ে ছুটে আসে। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি এসে আহত তিনজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলেন সুমন কুমার মরসুম (১৮), গীতশরি মরসুম (১৮) ও আরগিতা মরসুম(৩)। প্রত্যেকের বাড়ি পিত্রা। এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনগণ উদয়পুর সাব্রুম সড়ক অবরোধ করে রাজারবাগ এলাকায়।

এলাকাবাসীর অভিযোগ ভিআইপি গাড়িতে পুলিশের কোন অফিসার ছিলেন। ভিআইপি গাড়ি না থামিয়ে মাতাবাড়ির দিকে চলে যায় বলে এলাকাবাসীর অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন তারা। খবর পেয়ে পুলিশের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় অবরোধ উঠাবার জন্য। এদিকে গোমতী জেলা হাসপাতালের শল্য বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ পাল জানিয়েছেন, আহত তিনজনই চিকিৎসাধীন। তাদের হাতে, পায়ে, মাথায় আঘাত লেগেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?