আগরতলা, ১২ এপ্রিল : এক্স সার্ভিসম্যান বীর নারী এবং বীর মাতাদের চাকরিসহ অন্যান্য সাহায্য সহযোগিতা প্রদানে সেনাবাহিনী সচেষ্ট। শনিবার রাজধানী আগরতলায় শালবাগানস্থিত আর্মি ক্যাম্পে এক্স আর্মিম্যানদের রেলি উপলক্ষে এই কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্ডারকার। এই রেলিতে ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক, বীর নারী এবং বীর মায়েরা অংশগ্রহণ করেন।
শনিবার রাজধানীর শালবাগানের আর্মি ক্যাম্পে প্রাক্তন সেনাদের এক রেলি সংঘটিত করা হয়। এই রেলিতে সেনাবাহিনীর আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এই রেলি উপলক্ষে প্রাক্তন সৈনিক, বীর নারী এবং বীর মাতাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্ডাকার জানান, প্রাক্তন সৈনিক, বীর নারী এবং বীর মাতাদের কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে সেনাবাহিনীর আধিকারিকরা যথেষ্ট সক্রিয়।
তিনি আরো জানান, রাজ্যে এক্স সার্ভিস ম্যান, বীর নারী এবং বীর মাতা সহ মোট ২৬২২ জন রয়েছেন। এর উপর দশ হাজারেরও বেশি মানুষ নির্ভরশীল৷। প্রাক্তন সৈনিক, বীর নারী এবং বীর মাতাদের সাহায্য সহযোগিতা ও সম্মান প্রদান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রাক্তন সেনাবাহিনীর জওয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জন্যই দেশ আজ মজবুত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে।
এদিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্ডাকার আরো বলেন, সেনাবাহিনীর ৫৭ নম্বর আরটি ব্রিগেডের আধিকারিকরা প্রাক্তন সৈনিক ,বীর নারী এবং বীর মাতাদের কর্মসংস্থান এবং সাহায্য সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য সরকারের মুখ্য সচিবের কাছে দাবি জানিয়েছেন। পাশাপাশি ওএনজিসিতে চাকরি প্রদানের জন্য ওএনজিসি’র জেনারেল ম্যানেজারের সাথেও বার্তালাপ চলছে বলে জানান তিনি।