আমবাসা, ১২ এপ্রিল : গাঁও চলো অভিযানের অঙ্গ হিসেবে আমবাসা মন্ডলের বিভিন্ন পঞ্চায়েত ঘুরে বেড়াচ্ছে বিজেপির আমবাসা মন্ডল সভাপতি অজয় অধিকারী। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চলছে গাঁও চলো অভিযান কর্মসূচি।
তারই অঙ্গ হিসেবে আমবাসা মন্ডল এর বিভিন্ন এলাকায় গাঁও চলো কর্মসূচি করছেন আমবাসা মন্ডল এর মন্ডল সভাপতি অজয় অধিকারী। আমবাসা মন্ডল এর অন্তর্গত মেচুরিয়া গ্রাম পঞ্চায়েতে গাঁও চলো অভিযান কর্মসূচি করেন মন্ডল সভাপতি। এদিন মেচুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সাফাই অভিযান, জন সম্পর্ক অভিযান ও যোগদান সভা করা হয়।
প্রথমে গ্রাম পঞ্চায়েত এলাকায় নাট মন্দির সহ রাস্তায় সাফাই অভিযান করা হয়। পরে গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বাড়িতে গিয়ে জনসম্পর্ক অভিযান করেন মন্ডল সভাপতি। পাশাপাশি তিনি কথা বলেন এলাকাবাসীর সাথে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সাহায্য জনগণের কাছে পৌঁছে কিনা সেই বিষয়ে অবগত হন তিনি।
পরে এলাকার বিভিন্ন কার্যক্রম শেষে মেচুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার চার পরিবারের ১৪ জন ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ডল সভাপতি অজয় অধিকারী।