আগরতলা, ১০ এপ্রিল : বিগত বছরের ন্যায় এবছরও সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে জনসমাগম ভালই হবে এরকমই আশা ব্যাক্ত করলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।
সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা সরকারের ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকো উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ সহ অন্যান্যরা।
মেয়র দীপক মজুমদার জানান, ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী অনুষ্ঠানকে কেন্দ্র করে ৬টি ইভেন্টে কিছু খেলাধুলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফুটবল, টাগ অফ ওয়ার, ভলিবল , মিউজিক্যাল চেয়ার, কাবাডি, যোগা ইত্যাদি। এছাড়া সংবিধান প্রণেতার জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসুচীগুলি আগামী ১৬ এবং ১৭ এপ্রিল পালন করা হবে রাজধানীর উমাকান্ত ময়দানে এবং বিগত বছরের ন্যায় এই বছরও সাফল্যের সহিত উদযাপন করা হবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।