১২ এপ্রিল সোনামুড়ায় নাগরিক সুরক্ষা মঞ্চের মিছিল ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে

বক্সনগর, ১০ এপ্রিল : সম্প্রতি সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সরব হয়েছে নাগরিক সুরক্ষা মঞ্চ। আগামী ১২ এপ্রিল বিল প্রত্যাহারের দাবিতে সিপাহীজলা জেলার সোনামুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেছে সংগঠনটি। এই কর্মসূচিকে ঘিরে সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনের সোনামুড়া মহকুমা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নাগরিক সুরক্ষা মঞ্চের সভাপতি অ্যাডভোকেট জলিলুল রহমান, সম্পাদক ডঃ জহিরুল হক, লিগেল এডভাইজার জসিম উদ্দিন, সহ-সভাপতি আজম খান সহ অন্যান্য সদস্য ও পদাধিকারীরা।

সাংবাদিক সম্মেলনে সংগঠনের সম্পাদক ডঃ জহিরুল হক বলেন, “এই ওয়াকফ বিল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর এক সুপরিকল্পিত আঘাত। এটি শুধুমাত্র একটি আইন নয়, বরং একটি গোষ্ঠীকে প্রান্তিক করার উদ্দেশ্যপ্রণোদিত প্রয়াস।” তিনি এই বিলের তীব্র নিন্দা জানিয়ে সকল ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষকে আগামী ১২ এপ্রিলের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের আহ্বান জানান।

নাগরিক সুরক্ষা মঞ্চের নেতৃত্ব জানিয়েছেন, বিক্ষোভ মিছিলটি সোনামুড়ার কেন্দ্রস্থল থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলির মধ্যে দিয়ে অগ্রসর হবে এবং শেষ হবে একটি পথসভায়। সভায় বিশিষ্ট বক্তারা বক্তব্য রাখবেন এবং বিলের বিভিন্ন দিক তুলে ধরবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?