আগরতলা, ৫ এপ্রিল : রোগীদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছ থেকে লেটার মার্কস পেল আইজিএম হাসপাতাল এবং আগরতলা ডেন্টাল কলেজ। শনিবার আইজিএম হাসপাতাল এবং ডেন্টাল কলেজ পরিদর্শন করে সংশ্লিষ্ট বিষয়ে সন্তোষ প্রকাশ করে এই কথা নিজেই জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
শনিবার আগাম কোন কিছু না জানিয়েই আইজিএম হাসপাতাল পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী। হাসপাতালের মেডিকেল সুপার এবং অন্যান্য আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী তাঁদের সাথে হাসপাতালের পরিষেবাগত বিষয় নিয়ে কথা বলেন। বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, শহরের নাভি কেন্দ্রে হওয়ায় আইজিএম হাসপাতালে প্রচুর চাপ রয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পরিষেবা প্রদানের মাধ্যমে রোগীর চাপ কাটানোর চেষ্টা করছেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে কিছুটা অসন্তোষ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তবে তিনি এও জানান, রোগীর চাপ থাকলে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়। এই ক্ষেত্রে তিনি কর্পোরেট সেক্টর থেকে শিক্ষা লাভের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে পরামর্শ দেন।
তিনি বলেন, কর্পোরেট সেক্টরের চেয়ে ১০ গুন বেশি খরচ হয় রাজ্যের সরকারি হাসপাতালে। মুখ্যমন্ত্রী জানান এখন পর্যন্ত যতবার তিনি আইজিএম হাসপাতাল পরিদর্শন করেছেন তার মধ্যে আগেরগুলির চেয়ে এখন পরিস্থিতি অনেকটাই বেটার। পরিকাঠামোগত সমস্যার সমাধান নিয়ে তিনি কতৃপক্ষের সাথে পৃথকভাবে আলোচনায় বসবেন বলেও জানান।
এর আগে এদিন আগরতলা ডেন্টাল কলেজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।ডেন্টাল কলেজের কাজকর্ম কেমন চলছে সে বিষয়ে পর্যবেক্ষণ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালে সবাই সময় মত আসছেন কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। কাউকে না জানিয়ে পরিদর্শনে এলে প্রকৃত পরিস্থিতি জানা যায়। তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে ১০০’র মধ্যে ৮০ শতাংশ পরিষেবা পাওয়া যাচ্ছে।