২০২৮ সালে ত্রিপুরায় ক্ষমতায় আসবে তিপ্রা মথা : প্রদ্যোত

উদয়পুর ৩ এপ্রিল : ২০২৮ সালে ত্রিপুরায় ক্ষমতায় আসবে তিপ্রা মথা। এজন্য দলীয় কর্মী নেতৃত্বদের এখন থেকে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মা।

গোমতী জেলার উদয়পুরে ত্রিপুরা সুন্দরী স্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখেন প্রদ্যোত। এই দলীয় সমাবেশকে সফল করে তোলার জন্য গত কয়েকদিন ধরে উদয়পুর শহর এবং শহর সংলগ্ন এলাকা তিপ্রা মথার পতাকা, ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার এই সভাকে সফল করার জন্য কয়েক হাজার সমর্থক উপস্থিত হন।

বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যোত কিশোর‌ দেববর্মা বলেন, যতদিন পর্যন্ত তিপ্রা মথার দাবিগুলি পূরণ না হবে ততদিন পর্যন্ত আন্দোলন সংঘটিত হবে। তিনি সিপিএম, কংগ্রেস এমনকি বিজেপিকেও একহাত নেন। তিনি বলেন, সিপিএম দেড়শ টাকা, বিজেপি দুইশ টাকা ও কংগ্রেস তিনশ টাকা জনগণকে দিলে তারা সেই দলের স্লোগান দিতে থাকে। কিন্তু মথাকে টাকা দিয়ে কেনা যায় না বলে উল্লেখ করেন তিনি।

জনসভায় প্রদ্যোত ছাড়াও বক্তব্য রাখেন এডিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া, এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, ত্রিপুরা সরকারের মন্ত্রী অনিমেষ দেববর্মা। জনসভায় উপস্থিত ছিলেন দলের বিধায়ক, এমডিসি সহ রাজ্য এবং জেলার সমস্ত কর্মকর্তারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?