কৈলাসহর, ২ এপ্রিল : পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ৷ ঘটনা বুধবার ঊনকোটি জেলার কৈলাসহর-কুমারঘাট সড়কের কাউলিয়ামুড়া তিন নম্বর ওয়ার্ড এলাকায়৷ সড়ক অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকায় প্রচুর সংখ্যায় যানবাহন আটকে পড়ে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, কিন্তু অবরোধ প্রত্যাহার করতে নারাজ আন্দোলনকারীরা৷
জানা গিয়েছে, ওই এলাকায় এক বছর যাবৎ পানীয় জলের সংকট চলছে৷ স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েছেন৷ কিন্তু, কোন সুফল মিলেনি৷ এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে জল জীবন মিশন প্রকল্পে পানীয় জল সরবরাহ করার কথা বলা হলেও বাস্তবে জল পাচ্ছেন না তারা৷ তাই বাধ্য হয়ে বুধবার দুপুরে স্থানীয় জনগণ একজোট হয়ে সেখানে সড়ক অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন৷
প্রসঙ্গত, এই মরসুমে প্রতি বছরে রাজ্যের বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা দেখা দেয়৷ জলের দাবিতে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও সড়ক অবরোধ আন্দোলন সংগঠিত করা হচ্ছে৷ তাতে বিভিন্ন সড়কে যেসব যানবাহন চলাচল করে সেগুলি মারাত্মক বিপত্তির মধ্যে পড়ে৷ যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়৷