আবর্জনার স্তুপ, পঠনপাঠন লাটে অঙ্গনওয়াড়ি সেন্টারে

গন্ডাছড়া, ১ এপ্রিল : ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা সদর বাজারের কতিপয় ব্যবসায়ীর কান্ডজ্ঞানহীনতার ফলে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধের পথে। ময়লা আবর্জনার দুর্গন্ধে ছাত্রছাত্রী সহ ওইদিদিমনির বসে থাকা বা ক্লাস করানো কোন ভাবেই সম্ভব হচ্ছে না। মহকুমা প্রশাসন সব জেনেও কোন ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমনি, হেল্পার এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

অঙ্গনওয়াড়ি সেন্টারের হেল্পার বুল্টি দাস জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি সেন্টারটির ৬১কার্ড এলাকায়। ওই সেন্টারটি গন্ডাছড়া শ্মশানঘাটের পাশে অবস্থিত। তিনি জানান, কিছুদিন পূর্বে রাতের অন্ধকারে গন্ডাছড়া বাজারের এক ব্যবসায়ী তিনটি গাড়িতে করে কিছু ময়লা আবর্জনা এনে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে ফেলে যায়। পরদিন সকাল হতেই দেখা যায় ময়লা আবর্জনার সঙ্গে প্রচুর বোতল ভাঙা, পচন ধরা শুকনো মাছের প্যাকেট সহ দুর্গন্ধ যুক্ত বিভিন্ন মালামাল রয়েছে।

একে একে দিন পাড় হতেই ওই স্তুপগুলি থেকে দুর্গন্ধ বেরিয়ে আসতে শুরু করেছে। দুর্গন্ধের ফলে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে ছাত্রছাত্রী সহ দিদিমনি এবং হেল্পারের বসে থাকা দায় হয়েছে। তাছাড়াও ওই দুর্গন্ধের ফলে পনেরোদিন যাবৎ ওই সেন্টারে রান্নাও বন্ধ। সমস্ত ঘটনা সিডিপিও অফিস কর্তাদের জানানো হয়েছে।কিন্তু কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন কর্মকর্তারা। ক্ষোভে ফুঁসছেন সংশ্লিষ্ট এলাকার অভিভাবকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?