বিলোনিয়া, ৩১ মার্চ : সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন
যোদ্ধা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহার শহিদান দিবস পালন করল সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কমিটি ও বামপন্থী শ্রমিক সংগঠন।
সোমবার দক্ষিণ ত্রিপুরায় সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এই শহিদান দিবস পালন করা হয়। শহিদান দিবসের শুরুতেই অস্থায়ী শহিদ বেদীতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। শ্রদ্বার্ঘ অনুষ্ঠান শেষে প্রয়াত বিমল সিনহার রাজনৈতিক জীবন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন সংগঠনের নেতৃত্বরা।
শহিদান দিবস কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের বিধায়ক দীপঙ্কর সেন। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কমিটির সম্পাদক বিজয় তিলক, শ্রমিক সংগঠনের নেতৃত্ব আশিষ দত্ত, কৃষক আন্দোলনের নেতা বিকাশ পাল, যুব সংগঠনের নেতৃত্ব মধুসূদন দত্ত সহ অন্যান্য গণ সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।