আগরতলা, ৩১ মার্চ : এজিএমসি ও জিবি হাসপাতালে ১০ টাকার বিনিময়ে মিড ডে মিল বিতরণ অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। হাসপাতালের রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাব অফ আগরতলার উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়ায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
জিবি হাসপাতাল তথা এজিএমসির রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাব অফ আগরতলার যৌথ উদ্যোগে বিভিন্ন মহকুমা এবং জেলা থেকে চিকিৎসার জন্য আগত রোগী এবং তাদের পরিজনদের দশ টাকার বিনিময়ে মিড ডে মিল প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে আগত রোগী ও তাদের পরিজনদের মধ্যে এদিন দশ টাকার বিনিময়ে মিড ডে মিল নিজ হাতে বিতরণ করেন মুখ্যমন্ত্রী।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ শংকর চক্রবর্তী সহ জি বি হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা। এই কর্মসূচিকে অভিনব উদ্যোগ বলে আখ্যায়িত করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জিবি হাসপাতালে রোগীর চাপ প্রচুর। বিভিন্ন মহকুমা এবং জেলা থেকে প্রচুর রোগী ও তাদের পরিজনরা এখানে আসেন। তারা কোথায় খাওয়া-দাওয়া করবেন তা জানেন না। তাদের জন্যই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাব অফ আগরতলা। দশ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি এবং ডিমের তরকারি দেওয়া হবে। এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালু করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।
এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, সুপার স্পেশালিটি ব্লকের কাজকর্ম চলছে। এর জন্য ২০২৫-২৬ অর্থবছের বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে। পরিকাঠামো উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, অঙ্গ প্রতিস্থাপনের বিষয়টি নিয়ে মোহন ফাউন্ডেশনের সাথে তাঁর কথা হয়েছে। কর্তৃপক্ষ আগরতলায় আসবে। কিন্তু এর আগে পরিকাঠামোগত কিছু উন্নয়ন করতে হবে। তা না হলে অঙ্গ প্রতিষ্ঠাপন করা সম্ভব হবে না।
এদিন মিড ডে মিল কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, প্রথম প্রথম ১০০ জনকে দশ টাকার বিনিময়ে মিড ডে মিল প্রদান করা হবে। পরবর্তী সময়ে মিড ডে মিল সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি করা হবে।