কুমারঘাট, ২৮ মার্চ : শুক্রবার দুপুরে ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন দারচৈ গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুড়ে গিয়েছে দুটি বসতঘর। ক্ষয়ক্ষতি প্রায় বারো লক্ষ টাকার।
এদিন দুপুর একটা নাগদ দারচৈ গ্রামে জনৈক সাংডিঙ্গা ডার্লং এর বাড়িতে আগুন লাগে। এদিন বাড়ির লোকজন তাদের ঘরে আগুন দেখতে পেয়ে খবর দেয় কুমারঘাট দমকল বাহিনীকে। খবর ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী। দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যাবার আগেই এই বসতঘরটি ভস্মীভূত হয়ে পাশের বাড়ির রুয়াতা ডার্লং এর বাড়িও আগুন গ্রাস করে নেয়। কুমারঘাট দমকল বাহিনি সূত্রে জানা যায় বিদ্যুৎ শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। অগ্নিকান্ডে প্রায় বারো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে কুমারঘাট দমকল বাহিনী সূত্রে জানা যায়।