ধর্মনগর, ২৮ মার্চ : মায়ানমারে সংগঠিত ভূমিকম্পের প্রভাব পড়ল উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার বীর বিক্রম ইনস্টিটিউশন বি কে আই’র দীঘিতে।
শুক্রবার দুপুর ১:০৭ মিনিট নাগাদ মায়ানমারে প্রবল ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পের প্রভাব এসে পড়ল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বীর বিক্রম ইনস্টিটিউশনের দীঘিতে। হঠাৎ করে জলের মধ্যে প্রচন্ড শব্দ শোনা যায়। তারপরেই দেখা যায় জলে ঢেউ উঠেছে। অনেকক্ষণ চলতে থাকে সেই ঢেউ। যা দেখে দীঘির পাশে থাকা আবাসিকরা ভয় পেয়ে যান। কিছু সময়ের মধ্যে দীঘির জল প্রচন্ড ঘোলা হয়ে যায়।
১০-১৫ মিনিট পরে আবার জল ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। আবাসিকরা এসেছিল পুকুরে স্নান করতে। ঠিক সে সময়ে জলে প্রচণ্ড শব্দ হয়ে ঢেউ উঠতে শুরু করে। পরবর্তী সময়ে জানা যায় মায়ানমারে প্রচন্ড ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পের প্রভাব হয়তো কোন কারণে এই দীঘিতে পড়ে।