ধর্মনগর, ২৮ মার্চ : রাতের আঁধারে হার্ডওয়ার দোকানের চাল কেটে চোরের হানা। ক্যাশ বাক্স ভেঙে লুট নগদ দেড় লক্ষ টাকা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের অফিসটিলার কালীবাড়ি সংলগ্ন এলাকায়। তদন্তে ধর্মনগর থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে কোন এক সময় ধর্মনগর অফিসটিলা কালীবাড়ি সংলগ্ন এলাকায় মেসার্স নির্মাণ নামক হার্ডওয়ার দোকানের উপরের চাল কেটে দোকানে প্রবেশ করে একদল চোর। পরে দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ দেড় লক্ষ টাকা হাতিয়ে চম্পট দেয় চোরের দল। শুক্রবার সকালে দোকানের কর্মচারী দোকানে প্রবেশ করে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় দোকান মালিকের ভাই জয়জিৎ শর্মাকে।খবর দেওয়া হয় ধর্মনগর থানায়ও।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধর্মনগর থানার পুলিশ। পরবর্তীতে ঘটনাটি সরজমিনে প্রত্যক্ষ করে চুরির মামলা নিয়ে তদন্তে শুরু করে পুলিশ। এদিকে দোকান মালিকের ছোট ভাই জয়জিৎ শর্মা জানান, তাঁর বড় ভাই তথা দোকান মালিক জগৎজ্যোতি শর্মা চিকিৎসা সংক্রান্ত কারণে একসপ্তাহ যাবৎ শিলচরে রয়েছেন। আর দোকানে মাত্র একজন কর্মচারী থাকাতে টাকাগুলি ব্যাঙ্কে জমা দিতে না পারায় ক্যাশ বাক্সে রাখা ছিল। তিনি আরো জানান, ধর্মনগর শহরে ঘনঘন চুরির রুখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক স্থানীয় থানা।