ধর্মনগর, ২৮ মার্চ : সীমান্তবাসীর মধ্যে শুভেচ্ছার ভাব তৈরির জন্য, বিএসএফ ইন্দো-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকার জনগণের সাথে বন্ধন জোরদার করার জন্য নিয়মিতভাবে নাগরিক কর্মসূচী এবং চিকিৎসা শিবির আয়োজন করে। সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে শুক্রবার বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের ৯৭ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ কর্তৃক রানীবাড়িতে একটি নাগরিক কর্মসূচী এবং চিকিৎসা শিবির আয়োজন করা হয়।
সীমান্তের কাছাকাছি গ্রামগুলি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এবং তাদের উন্নয়নের জন্য তাদের সহায়তা প্রদানের প্রয়োজন অনুভূত হয়। সেই অনুযায়ী, ইয়াকুবনগর, রানীবাড়ি, রংনা, অর্জুন, মালাকারবস্তি এবং পীরছেড়ার গ্রাম এবং স্কুলগুলি চিহ্নিত করে তাদের ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করা হয়। তাছাড়া, মহিলাদের স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্যগত প্রয়োজনীয় সামগ্রী যেমন স্যানিটারি প্যাড, হাইজিন কিট, মাল্টিভিটামিন ইত্যাদি গ্রামবাসী এবং স্কুলগামী মেয়েদের মধ্যে বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে রাজীব বৎসরাজ, (ডিআইজি, এসএইচকিউ বিএসএফ পানিসাগর), উধম সিং কুহাদ, (কমান্ড্যান্ট, ৯৭ ব্যাটালিয়ান বিএসএফ) সহ বিএসএফ কর্মকর্তা এবং বিপুল সংখ্যক গ্রামবাসী ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।