বিলোনিয়া, ২৮ মার্চ : দক্ষিণ ত্রিপুরা জেলার তৃষ্ণা অভয়ারণ্যের জঙ্গল থেকে বের হয়ে লোকালয়ে মানুষের বাড়ি ঘড়ে ঢুকে পড়ছে কিং কোবরা সাপ। বৃহস্পতিবার মধ্যরাতে ১৫ ফুট দৈর্ঘ্যের একটি কিং কোবরা সাপ রাজনগর থানার পাশে সঞ্জয় চক্রবর্তীর বাড়িতে ঢুকে। সাপটি ঘরের সিলিং এর উপরে উঠে যায়। রাতে খবর পেয়ে ছুটে যান তৃষ্ণা অভয়ারণ্যের অতিরিক্ত বন্য প্রাণী সংরক্ষক সুকান্ত সরকার সহ বন দফতরের আধিকারিকরা। কিন্ত রাতে এত বড় সাপটিকে ধরা আর সম্ভব হয়েনি।
শুক্রবার বাড়ির মালিক সঞ্জয় চক্রবর্তী সাপটিকে পুনরায় দেখতে পেয়ে বন দপ্তরকে আবার জানায়। খবর পেয়ে ছুটে আসে বন দপ্তরের কর্মীরা। বহু কষ্টে এই কিং কোবরা সাপটিকে উদ্ধার করে ইডেন অফ তৃষ্ণাতে ছেড়ে দেওয়া হয়েছে। তৃষ্ণার অতিরিক্ত বন্য প্রাণী সংরক্ষক সুকান্ত সরকার জানান, গত দুই বছরে ৬-৭ টি এই ধরনের বড় সাপ উদ্ধার করে তৃষ্ণার জঙ্গলে ছাড়া হয়েছে। যারা বনে জঙ্গলে যান তাদেরকে সাবধানে চলাফেরা করার জন্য অনুরোধ করেছেন তৃষ্ণার অতিরিক্ত বন্য প্রাণী সংরক্ষক সুকান্ত সরকার।