গন্ডাছড়া, ২২ মার্চ : খুলছে না দোকানপাট, চলছে না গাড়ি। বন্ধ হয়ে পড়েছে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার সমস্ত রাস্তাঘাট। মহকুমায় কর্মরত বার্তাজীবিদেরও কোন ছাড় দিচ্ছে না পিকেটাররা। তিপ্রা মথার ছাত্র সংগঠন টিএসএফের অনির্দিষ্টকালের আবরোধ আন্দোলন শুক্রবার শুরু হয়েছে, শনিবারও তার প্রভাব পড়েছে।
প্রসঙ্গত রোমান হরফে স্ক্রিপ্টের দাবিতে ছাত্র সংগঠন টিএসএফ -এর নেতৃত্ব এবং কর্মীরা শুক্রবার গোটা রাজ্যে অবরোধ আন্দোলন আহ্বান করে। যথারীতি শুক্রবার ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। গন্ডাছড়া মহকুমার সকল আমজনতা নিশ্চিন্তে ছিলেন। শনিবার সাতসকালে গন্ডাছড়া মহকুমাবাসী পথে নামতেই জানতে পারেন শনিবারও চলছে অবরোধ আন্দোলন। তখন অনেকটা হতবাক হয়ে পড়ে দিন মুজুর অংশের লোকজন। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় বাইক চলাচল।
শনিবার সকাল থেকেই গন্ডাছড়া মহকুমার বিভিন্ন পথঘাট এবং রাস্তায় টায়ার পুড়িয়ে পথ অবরোধ সৃষ্টি করে পিকেটাররা। মহকুমা সদর বাজারে খুলেনি কোন দোকানপাট, পথে নামেনি কোন ছোট বড় যান। শুক্রবার এবং শনিবার গন্ডাছড়া মহকুমা ছিল একেবারেই স্তব্ধ। টানা বনধে দিশাহীন হয়ে পড়েছেন ব্যবসায়ী সহ সাধারণ লোকজন এবং যান চালকরা।