আগরতলা, ২২ মার্চ : ত্রিপুরার রাজধানী আগরতলার মঠ চৌমুহনী এলাকার একটি বিলাসী হোটেল থেকে পাঁচ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট সহ তিন নেশা কারবারিকে আটক করল পুলিশ।শুক্রবার রাতে আগাম খবরের ভিত্তিত্বে পুলিশ এই সাফল্য লাভ করে।
এমর্মে পশ্চিম জেলা পুলিশ সুপার ড.কিরণ কুমার কে সাংবাদিকদের জানান, উক্ত রাতে হোটেলে বসে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটগুলি হাত বদলের উদ্দেশ্যে ছিল বিশেষ একটি চক্র। এমন খবরে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এবং পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি বিশেষ টিমকে সঙ্গে নিয়ে অভিযানে নেমে ইয়াবা ট্যাবলেট সহ তিন পাচারকারিকে হাতেনাতে আটক করেন।
ধৃতদের মধ্যে রয়েছে এই চক্রের মূল কিংপিন সাহিদুল হুসেন তালুকদার।তার বাড়ী আসামের শিলচরে। বাকি দুজন হচ্ছে নয়নমনি নমঃশূদ্র এবং বিশ্বজিৎ বিশ্বাস। তাদের দুজনের বাড়ি ত্রিপুরার ধলাই জেলার কমলপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে মোট ১ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ হয়। মোট ১১টি প্যাকেটে একটি ট্রলি ব্যাগে করে ইয়াবা ট্যাবলেটগুলি আনা হয়েছিল। যার কালোবাজারী মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকার মত হবে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে জোর তদন্ত শুরু করেছে।