উদয়পুর, ২২ মার্চ : শনিবার বিকালে উদয়পুর- সাব্রুম জাতীয় সড়কে বাসের ধাক্কায় নিহত স্কুটি চালক। দুর্ঘটনাটি ঘটেছে গোমতী জেলার উদয়পুরের এগ্রিকালচার চৌমুহনী এলাকায়। খবর পেয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস দুর্ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, ঘাতক বাসটি আটক করার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহত স্কুটি চালকের নাম বিকাশ কুমার রায়।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকার লোকজন অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেন। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পৌঁছে স্কুটি চালক বিকাশ কুমার রায়কে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ দেবনাথ স্কুটি চালক বিকাশ কুমার রায়কে মৃত বলে ঘোষণা করেন। বিকাশ কুমার রায়ের বাড়ি উদয়পুরের ধ্বজনগর মোদক পাড়ায়।
জানা গিয়েছে, স্কুটি চালক বিকাশ কুমার রায় টিআর০৩এফ৭০১৩ নম্বরের স্কুটি নিয়ে এগ্রিকালচার চৌমুহনী আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁর স্কুটিতে ধাক্কা দেয়। তিনি স্কুটি সহ রাস্তায় ছিটকে পড়েন। পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পৌঁছে তাঁকে নিয়ে যায় গোমতী জেল হাসপাতালে। বর্তমানে মৃতদেহ গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ দুর্ঘটনার একটি মামলা রুজু করে ঘাতক বাসটি সনাক্ত করার চেষ্টায় আছে।