বিলোনিয়া, ২২ মার্চ : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় আগুন আতঙ্ক। কয়েক ঘন্টার ব্যাবধানে তিনটি জায়গায় আগুন। পুড়ল গাড়ি, বসতঘর ও সরকারি কোয়ার্টার। বিলোনয়াজুড়ে তীব্র চাঞ্চল্য। আতঙ্কিত সাধারণ মানুষ।
বিলোনিয়া পুর পরিষদ এলাকার কলেজ স্কয়ারের বাসিন্দা বিপ্রতিপ মল্লের আয়ের একমাত্র অবলম্বন কমান্ডার গাড়িটি শুক্রবার তার নিজ বাড়ীতে গেরেজ রাখা ছিল। রাত প্রায় আড়াইটা নাগাদ এলাকার মানুষের চিৎকার শুনে বিপ্রতিপ মল্ল সহ তার পরিবারের লোকজন ঘর থেকে বের হতেই দেখেন তাদের গাড়ি রাখার ঘর এবং গাড়ি আগুনে দাউ দাউ করে জ্বলছে। ঘটনার খবর পেয়ে বিলোনিয়ার দমকল বাহিনী ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করা যায়নি গাড়ি সহ গেরেজ ঘর। পুলিশ এই নাশকতার ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে গোবিন্দ বৈষ্ণব নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে।
শনিবার বেলা সাড়ে বারটা নাগাদ বিলোনিয়া রেল ষ্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে আগুন লাগে। রেল ষ্টেশন থেকে মাত্র কয়েশ হাত দূরে রেলের কোয়ার্টারে কিভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট করতে পারেনি রেল দপ্তর কিংবা বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তর।
তৃতীয় অগ্নসংযোগের ঘটনাটি ঘটে শনিবার বেলা আড়াইটায় বিলোনিয়া শহরের বর্ডার পাড়া এলাকায়। জানা গেছে, এলাকার জগবন্ধু দাসের বাড়িতে আগুনে পুরে ছাই হয় তাদের বসত ঘর। কয়েক মাস পূর্বে জগবন্ধু দাস প্রয়াত হয়। বাড়িতে স্ত্রী – পুত্ররা থাকেন। যদিও এইদিন বাড়িতে কেউ ছিলেন না। তালা দেওয়া ঘরে আগুনে পুড়ে ছাই হয় বসত ঘর। অনুমান করা হচ্ছে বিদ্যুৎ এর সর্ট সার্কিটের আগুন হতে পারে। তবে স্থানীয় মানুষ একে নাশকতার আগুন বলে মনে করছে। কয়েক ঘন্টার ব্যাবধানে বিলোনিয়া শহরের তিন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।