আগরতলা, ১২ মার্চ : ২১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চলবে ত্রিপুরা বিধানসভার অধিবেশন। প্রথম দিনই সাপ্লিমেন্টারি বাজেটের পর পেশ করা হবে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা তাঁর সরকারি আবাসনে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথা দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন। এই বৈঠক আগামীকাল থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
আগামীকাল ২১ মার্চ থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন চলবে ১ এপ্রিল পর্যন্ত। ২১ মার্চ থেকে ১ এপ্রিল এই ১২ দিনের মধ্যে ২১,২৪,২৫,২৬,২৭,২৮,২৯ মার্চ ও ১ এপ্রিল বিধানসভা বসবে। ২১ মার্চ অধিবেশনের প্রথমে সাপ্লিমেন্টারি বাজেট পেশ করা হবে। এরপর বিধানসভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বাজেট পেশ করার পর কিছুটা সময় বিরতি দিয়ে শুরু হবে বিধানসভার প্রশ্নোত্তর পর্ব।
সম্প্রতি বিএসি এর বৈঠকে বিরোধীরা বিধানসভার অধিবেশনের সময়সীমা বৃদ্ধির দাবি জানান। বিরোধীদের দাবি মেনে আরো একদিন বেশি অধিবেশনের দিন ধার্য করা হয়েছে। গত ১৫ থেকে ২০ বছরের মধ্যে এত দীর্ঘদিনের বিধানসভার বাজেট অধিবেশন এই প্রথম হচ্ছে।